SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

নতুন মূসক আইন হবে স্বচ্ছ: নাসির উদ্দিন

Posted by methun

এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, কাঠামোগত ও প্রশাসনিক পরিবর্তন করে একটি আধুনিক, স্বচ্ছ ও করবান্ধব নতুন মূসক আইন করা হবে।

১৯৯১ সালে দেশে প্রথমবারের মত মূসক চালুর বিষয়টি উল্লেখ করে শনিবার এক আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বলেন, "১৯৯১-৯২ অর্থবছরে মূসক আদায় হয়েছিল মাত্র এক হাজার ৯০০ কোটি টাকা। গত অর্থবছরে তা ২৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।"

চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত 'মূল্য সংযোজন কর আইন, ২০১১র খসড়া' শিরোনামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

"পৃথিবীর বিভিন্ন দেশের মূসক আইন দেখে 'মূসক আইন- ২০১১' এর খসড়া প্রণয়ন করা হয়েছে," জানিয়ে তিনি বলেন, "গত বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী নতুন মূসক আইন করার কথা বলেছেন। সে লক্ষে আমরা সংশ্লিষ্ট সব মহলের মতামত নিচ্ছি।"

আগামী পাঁচ বছরে এনবিআর এর আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

সিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বৃহৎ করদাতা ইউনিট (মূসক), ঢাকার কমিশনার ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, চেম্বার পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমদ, বিজিএমইএ'র প্রথম সহ- সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, বিকেএমইএ'র প্রতিনিধি শওকত ওসমান, চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার সুলতান মাহমুদ ও হায়দার খান প্রমুখ।

এর আগে সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের কার্যালয়ে এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে মূসক আইনের খসড়া নিয়ে আরেকটি আলোচনা সভা হয়।

0 comments:

Post a Comment