জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের চিকিৎসকরা বলছেন, তৃতীয় দফায় কেমোথেরাপি নেওয়ার পর তিনি স্বাভাবিকই আছেন।
হুমায়ূনের প্রকাশক মাজহারুল ইসলাম শনিবার বলেন, "এর আগে একটাই পরীক্ষা করা হয়েছিল। টিউমার মার্কার টেবল নিচের দিকে নামছে, এর মানে হলো ওনার কেমো কাজ করছে।"
শুক্রবার হুমায়ূনকে তৃতীয় দফা কেমো দেওয়া হয়। ওই কেমো শুরু করার আগে মাজহারুলকে এ কথা জানান চিকিৎসক।
তিনি বলেন, "এখন তৃতীয় কেমো চলছে। আগামীকাল শেষ হবে।
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। মাজহারুল তার সঙ্গেই সেখানে যান। তিন রুমের অ্যাপার্টমেন্টে হুমায়ূন পরিবারের সঙ্গেই থাকছেন তিনি।
নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন হুমায়ূন।
নিউ ইয়র্কে হুমায়ূনের সঙ্গে থাকা মাজহারুল বলেন, "উনি আগের মতোই লিখে যাচ্ছেন। নতুন বইটার (নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ) প্রায় পাঁচ-ছয়টা পর্বও লেখা হয়ে গেছে।"
মূলত নিউ ইয়র্কের অভিজ্ঞতা নিয়েই বইটি লিখছেন হুমায়ূন।
একটা কেমো কাজ শুরু করতে কয়েকদিন লাগে জানিয়ে মাজহারুল বলেন, "পরের কেমো শুরু হবে নভেম্বরের ৪ তারিখে। তারপর হয়তো ১৮ তারিখের দিকে সবরকম পরীক্ষা করে চিকিৎসকরা কোনো একটা সিদ্ধান্ত দেবেন।"
নভেম্বরের ১৩ তারিখ হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পাবলিক লাইব্রেরি চত্ত্বরে সপ্তাহব্যাপি বইমেলায় তার আত্মজীবনীমূলক রচনা 'রঙ পেন্সিল' বের হবে বলে জানান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল।
তিনি বলেন, "অন্যান্য বছরের মতো তার রচনাবলী বের হবে। এটা পঞ্চম খণ্ড।"
হুমায়ূনের প্রকাশক মাজহারুল ইসলাম শনিবার বলেন, "এর আগে একটাই পরীক্ষা করা হয়েছিল। টিউমার মার্কার টেবল নিচের দিকে নামছে, এর মানে হলো ওনার কেমো কাজ করছে।"
শুক্রবার হুমায়ূনকে তৃতীয় দফা কেমো দেওয়া হয়। ওই কেমো শুরু করার আগে মাজহারুলকে এ কথা জানান চিকিৎসক।
তিনি বলেন, "এখন তৃতীয় কেমো চলছে। আগামীকাল শেষ হবে।
বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। মাজহারুল তার সঙ্গেই সেখানে যান। তিন রুমের অ্যাপার্টমেন্টে হুমায়ূন পরিবারের সঙ্গেই থাকছেন তিনি।
নিউ ইয়র্কে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন হুমায়ূন।
নিউ ইয়র্কে হুমায়ূনের সঙ্গে থাকা মাজহারুল বলেন, "উনি আগের মতোই লিখে যাচ্ছেন। নতুন বইটার (নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ) প্রায় পাঁচ-ছয়টা পর্বও লেখা হয়ে গেছে।"
মূলত নিউ ইয়র্কের অভিজ্ঞতা নিয়েই বইটি লিখছেন হুমায়ূন।
একটা কেমো কাজ শুরু করতে কয়েকদিন লাগে জানিয়ে মাজহারুল বলেন, "পরের কেমো শুরু হবে নভেম্বরের ৪ তারিখে। তারপর হয়তো ১৮ তারিখের দিকে সবরকম পরীক্ষা করে চিকিৎসকরা কোনো একটা সিদ্ধান্ত দেবেন।"
নভেম্বরের ১৩ তারিখ হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পাবলিক লাইব্রেরি চত্ত্বরে সপ্তাহব্যাপি বইমেলায় তার আত্মজীবনীমূলক রচনা 'রঙ পেন্সিল' বের হবে বলে জানান অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল।
তিনি বলেন, "অন্যান্য বছরের মতো তার রচনাবলী বের হবে। এটা পঞ্চম খণ্ড।"
0 comments:
Post a Comment