বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দায়ের মামলায় ২২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম সুনন্দ বাগচী এ তারিখ ধার্য করেন।
চারদলীয় জোট সরকারের সময়ে চার লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড অবৈধভাবে বিদেশে স্থানান্তর করার অভিযোগে মামুনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর ক্যান্টনমেন্ট মামলাটি হয়।
একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাচার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামুনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়। দুটি মামলায় তাকে সাজাও দেয় আদালত।
তখন থেকেই কারাগারে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের ভাই গিয়াসউদ্দিন আল মামুন।
রোববার ঢাকার মহানগর হাকিম সুনন্দ বাগচী এ তারিখ ধার্য করেন।
চারদলীয় জোট সরকারের সময়ে চার লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড অবৈধভাবে বিদেশে স্থানান্তর করার অভিযোগে মামুনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাজধানীর ক্যান্টনমেন্ট মামলাটি হয়।
একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাচার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামুনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়। দুটি মামলায় তাকে সাজাও দেয় আদালত।
তখন থেকেই কারাগারে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের ভাই গিয়াসউদ্দিন আল মামুন।
0 comments:
Post a Comment