SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, শিবিরকর্মী গ্রেপ্তার

Posted by methun

রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে মোবাইল ফোন সেটে ডাউনলোড করার অভিযোগে গাইবান্ধায় এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে আমিনুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম দক্ষিণ করট্রো গোমরা দিঘী গ্রামের নূরুল ইসলামের ছেলে ও কামদিয়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নিজেকে শিবিরকর্মী দাবি করেছেন।

এদিকে এ ঘটনায় স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করে উপজেলা জামাতের অফিস ভাংচুর করেছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি আবু আক্কাস জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ পুলিশ নিয়ে তার কম্পিউটারের দোকানে অভিযান চালান।

"প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে মোবাইল ফোন সেটে ডাউনলোড করার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়," বলেন তিনি।

তার কম্পিউটারের দোকান থেকে একটি সিপিইউ এবং ওই মোবাইল ফোন সেটটি জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল ওয়াহেদ জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় উত্তেজিত লোকজন ঘোড়াঘাট সড়কে অবস্থিত জামাত অফিস ভাংচুর করে। তারা ওই অফিসের আসবাবপত্র, বই ও কাগজপত্র চৌমাথায় নিয়ে আগুণ দেয়।

পরিস্থিতি এখন শান্ত বলে জানান তিনি।

ইউএনও আরো জানান, আমিনুল নিজেকে একজন শিবিরকর্মী বলে দাবি করেছে। তবে কোনো পর্য়ায়ে তার পদ আছে কি না তা জানা যায়নি।

0 comments:

Post a Comment