SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

হরতালে পুলিশের 'আচরণে' প্রশ্ন সংসদীয় কমিটির

Posted by methun


বিএনপি ও এর শরিকদের ডাকা হরতালে মতিঝিল এলাকায় পুলিশের 'অসংযত আচরণের' বিষয়ে আইজিপির ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এক বিফিংয়ে কমিটির সদস্য জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, হরতালের সময় মতিঝিল এলাকায় এক ব্যক্তিকে মারধরের একটি ছবি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ছবিতে দেখা যায়, একজন পুলিশ সদস্য ওই ব্যক্তিকে বুট দিয়ে চেপে ধরেছেন।

"পুলিশ কেন এই ধরনের আচরণ করেছে- আইজি'র কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে বৈঠকে জানানো হয়েছে। আইজি জানিয়েছেন তদন্তের পর বিষয়টি কমিটিকে অবহিত করা হবে", যোগ করেন চুন্নু।

কমিটির সভাপতি আবদুস সালাম বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মো. মুজিবুল হক, মো. হাবিবর রহমান, মো. নূরুল ইসলাম সুজন, সানজিদা খানম এবং মো. সফিকুল ইসলাম বৈঠকে অংশ নেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং ডিএমপির কমিশনার বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

জ্বালানির দাম বৃদ্ধি এবং গত সোমবার ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হরতাল ডাকে বিএনপি ও এর নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিক দলগুলো।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দেশের আইন শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির উপর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে ঝিনাইদহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নজরদারি জোরদার করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এ ছাড়া ২০০৪ সালের ৪ জুন হোটেল শেরাটনের পশ্চিম পাশে (বর্তমান রূপসী বাংলা) সাকুরা মার্কেটের সামনে রাস্তার উপর চলন্ত বিআরটিসি দোতালা বাসে অগ্নিসংযোগে ১১ ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত দ্রুত নিষ্পত্তির জন্য পুনরায় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বিভিন্ন বাহিনী থেকে র‌্যাবে পদায়নের জন্য অনুসরণযোগ্য একটি নীতিমালা প্রণয়নের বিষয়ে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

0 comments:

Post a Comment