SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

প্রায় চারশ কোটি টাকা রাজস্ব দিলো রবি

Posted by methun

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সরকারি কোষাগারে তিনশ ৯২ কোটি ৫০ লাখ টাকা রাজস্ব জমা দিয়েছে রবি অজিয়াটা লিমিটেড।

এ রাজস্ব আগের প্রান্তিকের চেয়ে ৩৭ শতাংশ বেশি। এই সময়ে রবির আয় ৭৬২ কোটি ৮০ লাখ টাকা।

এ আয় গত বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ এবং এ বছরের প্রথম প্রান্তিকের চেয়ে শতকরা নয় ভাগ বেশি।

রবি অজিয়াটা কর্পোরেট হেড অফিসে রোববার এক সংবাদ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে রবি'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, "নেটওয়ার্কের ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় গুণগত ভয়েস ও ডাটা সেবা প্রদান করাই রবি'র প্রবৃদ্ধি অর্জনের মূল কারণ।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবি দ্বিতীয় প্রান্তিকে ১ গিগাবাইট ফ্রি ব্রাউজিং সুবিধাসহ মোট ১৯৯৯ টাকায় সংযোগসহ ইন্টারনেট মোডেমের সুবিধা চালু করেছে। এছাড়াও চালু করেছে পিন রিচার্জ সুবিধা যার মাধ্যমে গ্রাহকরা খুচরা বিক্রেতার কাছে তার নাম্বার না দিয়েই মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারবেন।

এই সময়ে 'রবি অর্থ' নামে 'বিকাশের' সঙ্গে যৌথভাবে রবি এমন একটি সেবা চালু করেছে যার মাধ্যমে রেমিট্যান্স ও বিভিন্ন পরিষেবার বিল প্রদান করার সুযোগ তৈরি করা হয়েছে- জানানো হয় সংবাদ সম্মেলনে।

দ্বিতীয় প্রান্তিকে রবি'র গ্রাহকদের জন্য সিঙ্গেল রেট রোমিং সুবিধা চালু করা হয়েছে। এতে মালয়শিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া থেকে রবি গ্রাহকরা প্রতি মিনিট ১৫ টাকায় কথা বলার সুযোগ পাচ্ছেন।

রবির মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ বলেন, "রবি নেটওর্য়াকের ভৌগলিক কাভারেজ ৮৬ শতাংশ থেকে বেড়ে ৮৭.৪ শতাংশ এবং জনসংখ্যার দিক থেকে ৯৬ শতাংশ থেকে ৯৭.৫ শতাংশ বাড়ানো হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে ২৯৭টি বিটিএস (বেইজ ট্রান্সিভার স্টেশন) যুক্ত করার মাধ্যমে এখন মোট বিটিএসের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫২১টি।"

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে রবি এ পর্যন্তমোট একম ৩৬ জন প্রতিবন্ধীকে চিকিৎসা সুবিধা দিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এতে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে রবি ১৭টি নতুন কম্পিউটার কর্নার চালু করেছে। এ নিয়ে মোট কম্পিউটার কর্নারের সংখ্যা দাড়াল ৭২টি।

সংবাদ সম্মেলনে রবি'র চিফ মার্কেটিং অফিসার বিদ্যুৎ কুমার বসুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment