SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

আমিনবাজারে ছাত্রহত্যা দুই এসআইসহ ৮ পুলিশ প্রত্যাহার

Posted by methun

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগের সত্যতা মেলায় সাভার মডেল থানার দুই এসআইসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার বিকালে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে আট জনকে প্রত্যাহার করা হয়।

এরা হলেন থানার উপ-পরিদর্শক (এসআই) হারেস শিকদার ও আনোয়ার হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান, নাজমুল হোসেন, সোহেল মিয়া, সাইদুর রহমান, শাহীন মিয়া ও খায়রুল ইসলাম।

পুলিশ সুপার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমিনবাজারে ছয় ছাত্র হত্যার ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বরত এই আট পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।"

"এ কারণে থানা থেকে তাদের প্রত্যাহার করে রাতের মধ্যে পুলিশ লাইনে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া শুরু হবে", বলেন তিনি।

গত ১৮ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় একজন।

সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে। এরপর পুলিশের ভূমিকা তদন্তে গঠিত হয় বিচার বিভাগীয় কমিটি। ওই কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন দিয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ছাত্রদের রক্ষায় পুলিশের ভূমিকা যথাযথ ছিলো না বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

0 comments:

Post a Comment