SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

'চট্টগ্রাম বন্দরে সিটিএমএস ১০ অক্টোবর থেকে'

Posted by methun

চট্টগ্রাম বন্দরে আগামী ১০ অক্টোবর থেকে কনটেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলাম।

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) ভবন মিলনায়তনে রোববার এক আলোচনা সভায় তিনি জানান, প্রাথমিকভাবে তিন মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলবে।

চট্টগ্রাম বন্দরে সিটিএমএস প্রকল্পের পরিচালক প্রকৌশলী খায়রুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ অক্টোবর সিসিটি ও এনসিটি জেটিতে এবং ১২ অক্টোবর জেসিবি জেটিতে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

গত ১৯ অগাস্ট এ পদ্ধতি পরীক্ষামূলক চালুর কথা থাকলেও বিজিএমইএ নেতাদের অনুরোধে তা পিছিয়ে ১১ ও ১৪ সেপ্টেম্বর করা হয়। ১০ সেপ্টেম্বর আবারো বিজিএমইএ'র নেতাদের দাবির মুখে দ্বিতীয় দফায় পেছায় সিটিএমএস শুরুর দিন।

এ পদ্ধতির মাধ্যমে জাহাজ কোথায় ভিড়বে, টার্মিনালের কর্মক্ষতা এবং ইয়ার্ড স্পেস সম্পর্কে আগে থেকেই জানা যাবে। এছাড়া এ পদ্ধতিতে নগদ টাকা লেনদেনের সুযোগ কম থাকায় স্বচ্ছতাও বাড়বে বলে মনে করেন আনোয়ারুল ইসলাম।

তবে ব্যবসায়ী নেতারা বলছেন, সিটিএমএস'র কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত করতে এ পদ্ধতি চালুর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার, যানজট নিরসনে কার্যকর উদ্যোগসহ বন্দর অবকাঠামো আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে। তা না করা গেলে এ পদ্ধতি কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেন তারা।

বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সিটিএমএসকে ফলপ্রসু করতে যোগাযোগ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের সমন্বয় প্রয়োজন।

এছাড়া তিনি সিটিএমএস পদ্ধতিকে প্রাথমিকভাবে নিয়মিত মনিটরিংসহ তিন মাসের বদলে এক বছর পরীক্ষামূলকভাবে চালুর প্রস্তাব করেন।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হলে ওই পদ্ধতির বাস্তবায়নে কোনো ফল আসবে না।

১০ অক্টোবরের বদলে কোরবানী ঈদের পর সিটিএমএস চালুর অনুরোধ জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, নৌ সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিজিএমইএ'র সাবেক সভাপতি সালাম মুর্শেদী প্রমুখ বক্তব্য দেন।

0 comments:

Post a Comment