SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সিলেটে বিদ্যুৎ অফিসের উপপরিচালককে পেটালেন সিবিএ নেতারা

Posted by methun

সিবিএ নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক।

উপপরিচালক (হিসাব) মো. লুৎফুর রহমান সাংবাদিকদের বলেছেন, নিয়মবর্হিভূতভাবে ভবিষ্যৎ তহবিল থেকে ঋণ না দেওয়ায় মঙ্গলবার দুপুরে সিবিএ নেতারা তাকে মারধর এবং অফিস তছনছ করে।

নগরীর বাঘবাড়ি এলাকার বিউবো কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

লুৎফর বলেন, জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের এমএলএসএস আজির উদ্দিন ভবিষ্যৎ তহবিল থেকে এর আগে আট বার ঋণ নিয়েছেন।

তিনি বলেন, "মঙ্গলবার জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান ও বিউবো-১ এর বাবুর্চি বদরুল ইসলামকে সঙ্গে নিয়ে আজির উদ্দিন আমার অফিসে আসে।

"এ সময় নিয়মবহির্ভূতভাবে আজির উদ্দিনকে আবার ঋণ দিতে জাহাঙ্গীর ও বদরুল চাপ দেয়। এতে অপারগতা জানালে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং অফিসের আসবাবপত্র ও ফাইলপত্র তছনছ করে।"

তবে জাহাঙ্গীর খান দাবি করেছেন, ঋণের জন্য সুপারিশ করতে গেলে উপপরিচালকই তাদের মারতে উদ্যত হন।

উপপরিচালককে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেন তিনি।

তবে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক জুবের খান বলেন, আজির উদ্দিনের পক্ষ নিয়ে জাহাঙ্গীর খান ও তার লোকজন উপপরিচালক লুৎফুর রহমানকে লাঞ্ছিত ও অফিস তছনছ করেছেন।

এ ঘটনাকে ন্যাক্কারজনক দাবি করে তিনি অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান আলী জানান, উপপরিচালককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উপপরিচালক বলেছেন, তিনি তিন জনকে আসামি করে মামলা করবেন।

0 comments:

Post a Comment