SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

রবীন্দ্রনাথের সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে স্মারক মুদ্রা

Posted by methun

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ জন্মজয়ন্তি উপলক্ষে বাংলাদেশ ব্যাংক রৌপ্য নির্মিত একটি স্মারক মুদ্রা ছাড়ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ২৬ নভেম্বর এই স্মারক মুদ্রার অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করবেন।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথমদিন মিরপুর বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমী থেকে কাঠের বাক্সসহ ওই স্মারক মুদ্রা সংগ্রহ করা যাবে।

এ ছাড়া পরের দিন থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নগদ সাড়ে তিন হাজার টাকায় মুদ্রাটি যে কেউ নিতে পারবেন।

মুদ্রার এক পিঠে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি এবং প্রতিকৃতির উপরে ও নিচে বাংলা-ইংরেজি দুই ভাষায় 'রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী-২০১১' লেখা রয়েছে। এ ছাড়া বাম দিকে ইংরেজিতে মুদ্রিত রয়েছে ১০ ও দশ টাকা।

মুদ্রার অপর পিঠে 'হে নতুন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ'- এ পংক্তিটি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর, বাংলায় ও ইংরেজিতে 'বাংলাদেশ ব্যাংক' কথাটিও লেখা রয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

0 comments:

Post a Comment