SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

শামীম-তৈমুরকে নিয়েই কাজ করবো: আইভী

Posted by methun

প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযাত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শামীম ওসমান ও তৈমুর আলম খন্দকারকে পাশে চান সেলিনা হায়াৎ আইভী।

নির্বাচনের পরদিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আইভী বলেন, "অতীতে যেভাবে দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের সেবা দিয়েছি, এবারো তার ব্যতিক্রম হবে না। নির্বাচনের আগে জনগণকে যেসব কথা বলেছি, শামীম ভাই ও তৈমুর কাকাকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করবো।"

রোববারের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানকে ১ লাখ ১ হাজার ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সেনা মোতায়েন না হওয়ায় ভোট শুরুর ৭ ঘণ্টা আগে সরে দাঁড়ান বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার।

সিটি কর্পোরেশন এলাকার রাস্তা, ড্রেনেজ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতি কাজ করতে চান আইভী।

তিনি বলেন, "অনেক চ্যালেঞ্জ আছে। তবে সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনগণের সঙ্গে আলোচনা করেই একের পর এক কাজ করে যাবো।"

বিপুল ভোটের ব্যবধান প্রসঙ্গে আইভী বলেন, "জনগণ কখনো ভুল সিদ্ধান্ত নেন না। নির্বাচনের ফলই তার প্রমাণ।"

সেনা বাহিনী ছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন আইভী। এজন্য তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

"লক্ষ জনতা ভয়-ভীতির ঊর্ধ্বে উঠে ভোট দিয়েছে। এসব জনতার ভোটেই ফলাফল নির্ধারিত হয়েছে," বলেন আইভী।

৩৭ বছর আগে আইভীর বাবা আলী আহম্মদ চুনকাও তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন ছাড়াই স্বাধীন বাংলাদেশে নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

বাবার প্রসঙ্গ টেনে আইভী বলেন, "বাবার পরে এই পৌরসভায় যারা দায়িত্ব পালন করেছেন তাদের ধারাবাহিকতায়ই আমি নগরীর উন্নয়নে কাজ করে যাবো।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে চার লক্ষাধিক ভোটারের মধ্যে ভোট দেন ২৮২৫৯৩ জন, যা মোট ভোটের ৬৯ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে বৈধ হিসেবে গণ্য হয়েছে ২৭৬৩২৯টি ভোট।

0 comments:

Post a Comment