SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

খুচরা বাজারে মূল্য তালিকা টানানোর নির্দেশ

Posted by methun

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে খুচরা বাজারে মূল্য তালিকা টানানো এবং খুচরা বিক্রেতাকে পণ্য কেনার রশিদ সরবরাহের জন্য পাইকারদের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাজার পর্যবেক্ষণ কমিটির সঙ্গে পাইকারি ও খুচরা বিক্রেতাদের এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দোকানে ভেজাল পণ্য না রাখা এবং অতিরিক্ত মুনাফা না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "খুচরা বিক্রেতাদেরকে মেমো সরবরাহ না করলে অথবা দোকানে ভেজাল পণ্য রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় সতর্ক করা হয়েছে।"

মতবিনিময়ে ব্যবসায়ী নেতারা বলেন, খুচরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা করে সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

ঈদুল আজহা উপলক্ষে বাজারে কোনো দ্রব্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেন তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়াসহ রাজধানীর বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment