SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

আশুলিয়ায় ডাকাত সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

Posted by methun

সাভারের আশুলিয়ায় ডাকাত সন্দেহে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্র হত্যার সাড়ে তিন মাসের মাথায় সোমবার ভোরে শ্রীখণ্ডিয়া এলাকায় একটি মাদ্রাসা মাঠে বাঁশের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে এক যুবককে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে সকাল ১১টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।

গত ১৮ জুলাই শবেবরাতের রাতে বড়দেশী এলাকার কেবলারচরে ডাকাত সন্দেহে পিটুনিতে ঢাকার ছয় ছাত্র নিহত হয়। পরে তদন্তে জানান, নিহতরা কেউই ডাকাত ছিলো না। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার এক আসামিকে সোমবার সকালেই গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে আশুলিয়ার কুটুরিয়া, টংগাবাড়ী ও শ্রীখণ্ডিয়া এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় এলাকাবাসী পালা করে পাহারা দিচ্ছিলো।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে শ্রীখণ্ডিয়া এলাকায় ১০-১২ অজ্ঞাত যুবক দেখে লোকজন তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে গেলেও এক যুবককে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে স্থানীয় জান্নাতুল মাওয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে নিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে।

পিটুনিতে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। মৃতদেহের পাশ থেকে দুটি ছুরি, একটি ক্ষুর ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয় বলে জানান এসআই।

মাদ্রাসার সহকারী শিক্ষক ও ঘটনার প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাত সন্দেহে ওই যুবককে শ্রীখণ্ডিয়ার পূর্বপাড়া থেকে পেটাতে পেটাতে মাদ্রাসার মাঠে এনে খুঁটির সঙ্গে বাঁধা হয়। পরে মাইকে 'এলাকায় ডাকাত পড়েছে' ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয়।

কয়েকশ' লোক লাঠিসোঁটা নিয়ে ওই যুবককে পেটায় বলে জানান ইউসুফ।

ওই এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, "মাইকের শব্দ শুনে ঘুম থেকে উঠে মাদ্রাসা মাঠে এসে দেখি এক-দেড়শ' লোক এক যুবককে পেটাচ্ছে।"

আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল মাদবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ এলাকায় প্রায়ই চুরি-ডাকাতি হচ্ছে। পুলিশকে অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী পালা করে পাহারা দেয়।

"রাতে ডাকাত এলাকায় হানা দিলে এলাকাবাসী এক ডাকাতকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়," বলেন ইউপি চেয়ারম্যান।

আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ডাকাত সন্দেহে পিটিয়ে ওই যুবককে হত্যা করে এলাকাবাসী অপরাধ করেছে। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।

0 comments:

Post a Comment