SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

শব্দ দূষণ: ২ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

Posted by methun

শব্দ দূষণের অভিযোগে রাজধানীতে দুটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানকে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

প্রতিষ্ঠান দুটি হলো, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস (বিটিআই) এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সোমবার শব্দদূষণবিরোধী অভিযানের আওতায় তাদের এই জরিমানা করেন।

এ সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান দুটির কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি আবাসিক এলাকার ৩২ ও ৩৪/এ নম্বর প্লটে বহুতল ভবন নির্মাণে পাইলিং করার ভারি যন্ত্রের পাশাপাশি কয়েকটি জেনারেটর একই সময় ব্যবহার করায় শব্দদূষণ হচ্ছিল।

"অধিদপ্তরের একটি দল সেখানে শব্দের মাত্রা নির্ণয়ের যন্ত্র ব্যবহার করে ৭৭ থেকে ৮৬ ডেসিবেল মাত্রার শব্দ সনাক্ত করেছে। কিন্তু ওই এলাকায় শব্দের সহনীয় মাত্রা ৫৫ ডেসিবল।"

ঢাকা মহানগরীতে শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে গত ৩ মাসে মোট ২৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

অধিদপ্তরের নির্দেশে গত দুই সপ্তাহে পান্থপথে স্কয়ার হাসপাতাল, লালমাটিয়ায় ঢাকা ওয়াসা এবং মিরপুর এলাকায় তিনটি শব্দ দূষণকারী জেনারেটরের কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

0 comments:

Post a Comment