SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সূচক-লেনদেনে চাঙা পুঁজিবাজার

Posted by methun

ব্যাংক বিনিয়োগ বাড়াতে শুরু করায় সপ্তাহ শুরুর দিনে চাঙাভাবে লেনদেন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। আগের দিনের চেয়ে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ।

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে ২১৪ কোটি টাকা বেড়ে লেনদেন হয়েছে ৬১৬ কোটি টাকা, সাধারণ সূচকও বেড়েছে ১০৯ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) বেড়েছে ৩০১ পয়েন্ট। লেনদেন হয়েছে আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা বেশি। এর পরিমাণ ৪৬ কোটি ৪৭ লাখ টাকা।

রোববার বাজারের গতি প্রকৃতি সম্পর্কে জানতে চাওয়া হলে সিএসই সহ-সভাপতি আর মারুফ খান  বলেন, "একদিনের মুভমেন্ট দেখে বোঝা যাবে না। আমরা একটা স্থিতিশীল বাজার চাই। সেটার জন্য অপেক্ষা করছি।"

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ বলেন, "প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা আগের দিনের চেয়ে লেনদেনে বেশি অংশ নিয়েছে। তবে কতদিন এটা থাকবে, সেটাই প্রশ্ন।"

চলতি সপ্তাহ থেকে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর ঘোষণা এবং বিনিয়োগের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল গঠনে ব্যাংক মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বৈঠকের খবরের মধ্য দিয়ে সকালে দিনের লেনদেন শুরু হয়।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই সূচকে উল্লম্ফন ঘটে। সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লেনদেন।

১১টায় ডিএসই ৫৫৪৪ পয়েন্ট সূচক নিয়ে যাত্রা শুরু করে। ৬ মিনিটেই সূচক ২২৭ পয়েন্ট বেড়ে ৫৭৭২ পয়েন্টে দাঁড়ায়। দুপুর ১২টার দিকে সূচক বেড়ে ৫৮০০ পয়েন্ট পর্যন্ত উঠেছিলো।

লেনদেন শুরুর পৌনে এক ঘণ্টায় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২১৩টির, কমে ১১টির, ২টির দাম অপরিবর্তিত থাকে।

তবে দুপুর ১২টার পর সূচক একটু কমতে শুরু করে।

দিন শেষে ডিএসইতে শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৩০টির, কমে ১১৭টির, ৯টির দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ব্যাংকং, ইন্সুরেন্স, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও টেলিকম খাতের অধিকাংশ শেয়ার এবং বেশিরভাগ মিউচুয়াল ফান্ডগুলো দাম বৃদ্ধিতে থাকলেও অন্যান্য খাতের শেয়ার দাম ধরে রাখতে পারেনি।

সিমেন্ট, সিরামিকস, প্রকৌশল, খাদ্য ও আনুসঙ্গিক, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, বিবিধ, ওষুধ, আবাসন ও সেবা এবং বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিলো- গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক, ইউসিবিএল, সোশ্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, এম আই সিমেন্ট, ওয়ান ব্যাংক, তিতাস গ্যাস, সাউথইস্ট ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

দাম বৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো- ব্যাংক এশিয়া, লিগাসি ফুট ওয়্যার, গ্রামীণফোন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ইন্সুরেন্স, কে অ্যান্ড কিউ, ওয়ান ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বিজিআইসি।

দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- ইমাম বাটন, দেশ গার্মেন্টস, বাংলাদেশ অটোকারস, আনোয়ার গ্যালভানাইজিং, রেনউইক যজ্ঞেশ্বর, ঢাকা ডাইং, মিথুন নিটিং, স্ট্যান্ডার্ড সিরামিক্স, অলটেক্স ও সোনালী আঁশ।

0 comments:

Post a Comment