SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

'বিস্ফোরিত হাতবোমা বিসিআইসি'র শ্রেণীকক্ষেই ছিল '

Posted by methun

মিরপুরে বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে বিস্ফোরিত হাতবোমাটি কেউ ছুড়ে মারেনি, সে বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে।

তবে সেখানে থাকা হাতবোমাটি কীভাবে সেখানে এলো তা এখনো জানতে পারেনি পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে যান।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "যে কোন মূল্যে এ বোমা রাখার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে হবে।"

এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরে শিক্ষামন্ত্রী পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

স্কুলটির অন্য ছাত্রদের বরাত দিয়ে মিরপুর শাহ আলী থানার ওসি আনিসুর রহমান  রোববার বলেন, "ওই কক্ষে পাওয়া একটি ককটেল (হাতবোমা) নাড়াচাড়া করতে গিয়ে নিচে পড়ে বিষ্ফোরণের ঘটনাটি ঘটে।"

আহতরা সবাই সুস্থ রয়েছে জানিয়ে ওসি বলেন, তারা বিষয়টি তদন্ত করছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে মিরপুর চিড়িয়াখানা রোডের বিসিআইসি স্কুল আ্যন্ড কলেজের দ্বিতীয় তলায় ষষ্ঠ শ্রেণীর কক্ষে বোমা বিস্ফোরণে রাকিবুল হাসান অয়ন (১২), সাইফুর রহমান (১৩) ও রাফসান জান নিশাদ (১২) নামে ষষ্ঠ শ্রেণীর তিন ছাত্র আহত হয়।

বিস্ফোরণের ঘটনায় ওই স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

0 comments:

Post a Comment