স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, 'সিলেট অভিমুখে রোডমার্চের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' রোডমার্চের নামে গাড়ি ভাঙচুর বা অরাজকতা না করার জন্যও তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সারদা পুলিশ একাডেমীর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে এক সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'বিএনপির রোডমার্চ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে।' বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে জানিয়ে তিনি বলেন, 'তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।'
অবশ্য রোডমার্চ কর্মসূচিকে 'গাড়িমার্চ' কর্মসূচি বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'এটাকে রোডমার্চ বলে কিনা আমরা জানি না। কারণ তারা হেঁটে নয়, গাড়ি নিয়ে যাবে।' অতীতে আওয়ামী লীগ হেঁটে রোডমার্চ করেছে বলে এ সময় দাবি করেন সাহারা খাতুন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সারদা পুলিশ একাডেমীর শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের প্রস্তুতি বিষয়ে এক সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 'বিএনপির রোডমার্চ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে।' বিএনপি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে জানিয়ে তিনি বলেন, 'তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।'
অবশ্য রোডমার্চ কর্মসূচিকে 'গাড়িমার্চ' কর্মসূচি বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'এটাকে রোডমার্চ বলে কিনা আমরা জানি না। কারণ তারা হেঁটে নয়, গাড়ি নিয়ে যাবে।' অতীতে আওয়ামী লীগ হেঁটে রোডমার্চ করেছে বলে এ সময় দাবি করেন সাহারা খাতুন।
0 comments:
Post a Comment