SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

রাসায়নিক কারখানার গ্যাসে অসুস্থ ৪০

Posted by methun

ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানার ক্লোরিন গ্যাস নিঃসরণে ফায়ার ব্রিগেডের ১২ কর্মীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, হাসনাবাদ এলাকায় গ্লোবাল হেভি কেমিকেল কোম্পানি লিমিটেড নামের ওই কারখানার ক্লোরিন ইউনিটের পাইপ সকাল ৯টার দিকে ছিদ্র হয়ে যায়। আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমীন  বলেন, খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ছিদ্র বন্ধ করার কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা ছিদ্র বন্ধ করতে সক্ষম হন।

অসুস্থ ৪০ জনের মধ্যে ফায়ার ব্রিগেডের ১২ কর্মী রয়েছেন বলে জানান তিনি।

ওসি সাখাওয়াত হোসেন বলেন, অসুস্থদের স্যার সলিমুল্লাহ মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার মালিকের নাম সবুর খান বলে এই পুলিশ কর্মকতা জানান।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও সবুর খানকে পাওয়া যায়নি।

0 comments:

Post a Comment