SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

কৃষিতে সাড়ে ৫ হাজার কোটি টাকা ভর্তুকি: মতিয়া

Posted by methun

কৃষিমন্ত্রী বলেছেন, গত অর্থবছরে সার, বিদ্যুৎ ও আখ চাষীদের জন্য কৃষিতে পাঁচ হাজার সাতশ' কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন।

সাংসদ বেগম আশরাফুন্নেসা মোশাররফ পাটচাষীদের ভর্তুকি দেওয়ার দাবি জানালে মতিয়া চৌধুরী বলেন, "সব খাতে ভর্তুকি দেওয়া সম্ভব নয়।"

"যেখানে মাম পানির দাম ২০ টাকা সেখানে বেশিরভাগ সারই ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়।"

কৃষিমন্ত্রী জানান, দেশে বছরে মরিচ, পেয়াজ, রসুন, আদা ও হলুদের চাহিদা যথাক্রমে আড়াই লাখ টন, ১৬ লাখ ৭৫ হাজার টন, তিন লাখ ৫০ হাজার টন, এক লাখ ৭৫ হাজার টন ও দুই লাখ ২৫ হাজার টন।

নিজস্ব উৎপাদন থেকেই প্রায় সব চাহিদা পূরণ হয় বলে উল্লেখ করেন তিনি।

0 comments:

Post a Comment