SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

সাভারে গণপিটুনি: তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি টিআইবির

Posted by methun

ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ছাত্র হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রশাসন) আমির উদ্দিন রোববার পুলিশের মহাপরিদর্শকের কাছে প্রতিবেদন জমা দেন।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "আইন বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের একটি নিকৃষ্ট উদাহরণ এবং এটি সুশাসনের প্রধানতম অন্তরায়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি সর্ম্পকে আলোকপাত করে পুলিশের বিভাগীয় তদন্ত কমিটি ব্যতিক্রমধর্মী পেশাদারিত্বের স্বাক্ষর রাখলেও আমরা পুরো প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানাই।"

এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের অপরাধ প্রমাণিত হলে প্রতীকী ব্যবস্থা নেওয়ার বদলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

গত ১৭ জুলাই শবে বরাতের রাতে সাভারের আমিন বাজারের বরদেশী এলাকায় ডাকাত সন্দেহে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হয় একজন।

ওই ঘটনায় যথাযথ ভূমিকা রাখতে না পারায় স¤প্রতি সাভার মডেল থানার আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

0 comments:

Post a Comment