SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

তবু টেস্ট অভিষেকের সম্ভাবনায় উদ্বেল নন নাসির

Posted by methun

বাংলাদেশ সবুজ দলের বিপক্ষে চারদিনের প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৯৩ রানের দারুণ ইনিংসটি আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলেই মনে করছেন নাসির হোসেন।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তৃতীয় দিনের খেলা শেষে তিনি বলেন, "এই ইনিংস আমার আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দেবে।"

এই ইনিংস কি তার টেস্ট অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে? এমন প্রশ্নের জবাবে নাসির অবশ্য বেশ সাবধানী। তিনি বলেন, "ব্যাপারটাকে এভাবে দেখছি না। তবে মনে করি ইনিংসটা আমার জন্য খুব ভালো হয়েছে। বিশেষ করে আমার খেলোয়াড়ি-জীবনের জন্য এটা দারুণ ব্যাপার।"

"আমরা টেস্ট কম খেলি। তাই এই ইনিংস টেস্ট মেজাজের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ করে দিয়েছে," যোগ করেন তিনি।

তিনি বলেন, "সব ক্রিকেটারেরই টেস্ট খেলার স্বপ্ন থাকে। আমারও সে স্বপ্ন আছে। তবে এই মুহূর্তে এ ব্যাপারে বেশি কিছু ভাবছি না। যখন সুযোগ আসবে তখন দেখা যােেব।"

শেষ তিন ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে ১০১ রান যোগ করেন নাসির। নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ের পর তিনি বলেন, "প্রথম লক্ষ্য ছিল লিড নেয়া। শতকের খুব কাছাকাছি চলে যাওয়ার পর সেটাও করতে চেয়েছিলাম।"

"শতক না পাওয়ায় একটু তো মন খারাপ হয়েছেই। তবে কোচ আমাকে বলেছিলেন অপরাজিত থাকার জন্য। সেটা করতে পেরে আমি খুশি," যোগ করেন তিনি।


শেষ তিন ব্যাটসম্যানের প্রশংসা করে তিনি বলেন, "নিচের সারির ব্যাটসম্যানদের ভালো ব্যাটিং ছাড়া লিড নেয়া সম্ভব হতো না।"

আর নিজের ব্যাটিং সম্পর্কে নাসির বলেন, "শট একটু বেশিই খেলেছি। আমি আসলে এভাবেই খেলি। এর আগে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটও এভাবেই খেলেছি।"

0 comments:

Post a Comment