SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

খালেদার পাশে বসতে ২০ লাখ!

Posted by methun

বিএনপিদলীয় সাবেক এমপি ড. সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া আবারও আলোচনায়! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সম্পর্কে কটূক্তি করে একবার তিনি দেশব্যাপী আলোচিত হন। আর এবার ধনকুবের লিচু মিয়া বেগম খালেদা জিয়ার কোটি টাকার রোডমার্চ তহবিলে একাই ২০ লাখ টাকা দিয়েছেন, ম্যাডামের পাশের আসনে বসার জন্য। আর এ নিয়ে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে তিনি দো-দিল বান্দা হিসেবে পরিচিত। খবর বাংলানিউজের। বিএনপির এক নেতা জানান, সিলেটে আগামীকাল আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় জনসভায় খালেদা জিয়ার পাশের আসনে বসে চমক দেখাবেন লিচু মিয়া। সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ ও জনসভা সফলের লক্ষ্যে বিশাল অঙ্কের টাকা খরচ হচ্ছে, যা সিলেটের নেতারা বহন করছেন। একাধিক সূত্রমতে, প্রায় কোটি টাকা বাজেটের এ তহবিল সংগ্রহ করতে স্থানীয় নেতারা হিমশিম খাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই বিএনপির ওপর অভিমান করে থাকা সাবেক এমপি ড. মকবুল হোসেনকে ফোন করেন। এ সময় ড. মকবুল খালেদাকে জানিয়ে দেন, জনসভামঞ্চে তাকে পাশে বসার চেয়ার দেওয়া হলে তিনি ২০ লাখ টাকা অনুদান দেবেন। এতে খালেদা জিয়া সায় দিলে ড. মকবুল হোসেন রোডমার্চ তহবিলে ২০ লাখ টাকা দেন। এ ব্যাপারে ড. সৈয়দ মকবুল হোসেন বলেন, 'ম্যাডাম (খালেদা জিয়া) ইলিয়াস আলীকে আমার বাসায় পাঠিয়ে দাওয়াত দিয়েছেন। এমনকি ইলিয়াস আলীকে ম্যাডাম বলেছেন তার চেয়ারের পাশে আমার জন্য চেয়ার রাখতে।' তিনি বলেন, 'আমি বিএনপির রাজনীতি করি আর এ কারণে রোডমার্চ তহবিলে আমার অংশগ্রহণ থাকা উচিত।' তবে তহবিলে কত টাকা দিয়েছেন, এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। ড. সৈয়দ মকবুল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও সংসদ নির্বাচনের মুহূর্তে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইবার এমপি নির্বাচিত হন। আবার দুইবার বিএনপির টিকিটে নির্বাচন করে পরাজিত হন। বিগত জাতীয় সংসদ নির্বাচনেও এ আসন থেকে বিএনপির টিকিট না নিয়ে ড. মকবুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এর পর থেকেই বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তিনি অনেক দূরে ছিলেন।

0 comments:

Post a Comment