প্রতিষ্ঠার ২৫ বছর পর রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে প্রথমবারের মতো মস্তিষ্কে রক্তজমাট রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মো. সাত্তার (৩০) নামে নরসিংদীর এক রিকশাচালকের এ অস্ত্রোপচার হয়।
১৯৮৫ সালে ক্যাজুয়েলটি বিভাগটি চালু হলেও এ বিভাগে এ পর্যন্ত মস্তিষ্কে রক্তজমাট বাঁধা রোগীর অস্ত্রোপচার হয়নি।
বিভাগটির প্রধান অধ্যাপক মাহবুব হাসান মেহেদী বলেন, "একজন এনেসথিয়েটিস্টের অভাবে রোগীকে সম্পূর্ণ অচেতন করা যেত না বলে এতোদিন এ জটিল রোগের অস্ত্রপচার করা সম্ভব হয়নি।"
"এ মাস থেকে আমরা একজন এনেসথিয়েটিস্ট পেয়েছি। তাই রোগীকে অচেতন করে বিভিন্ন জটিল অপারেশন করা যাচ্ছে। তবে মস্তিষ্কে রক্ত জমাটের ক্ষেত্রে এটিই মিটফোর্ড হাসপাতালে প্রথম।"
রোগী সাত্তারের স্ত্রী আমেনা বেগম বলেন, "২১ অক্টোবর জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়েছিলো সাত্তার।"
অধ্যাপক মাহবুব বলেন, "ওই আঘাতের ফলে সাত্তারের মস্তিষ্কে রক্ত জমা বেঁধে ডান হাত ও ডান পায়ে নিস্তেজ হয়ে যায়।"
এই অস্ত্রোপচার অন্য হাসপাতালে করতে দেড় থেকে দুই লাখ টাকা লাগে জানিয়ে তিনি বলেন, "সরকারি হাসপাতালে কিছু ওষুধ কেনা ছাড়া আর কোনো টাকা-পয়সা লাগে না।"
এখন থেকে নিয়মিত এ অস্ত্রপচার করা হবে বলেও তিনি জানান।
দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে ছিলেন ওই বিভাগের রেজিস্ট্রার মোখলেছুর রহমান মুকুল, চিকিৎসক মোস্তফা কামাল, চিকিৎসক আশরাফুননেছা ও এনেসথিয়েটিস্ট ওবাইদুল্লাহ।
হাসপাতাল উপ-পরিচালক আবুল হাসেম খান বলেন, "আমরা দিন দিন চেষ্টা করছি সব ধরনের জটিল অস্ত্রোপচার এ হাসপাতালে করতে। এতে গরির রোগীদের ভীষণ উপকার হবে।"
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মো. সাত্তার (৩০) নামে নরসিংদীর এক রিকশাচালকের এ অস্ত্রোপচার হয়।
১৯৮৫ সালে ক্যাজুয়েলটি বিভাগটি চালু হলেও এ বিভাগে এ পর্যন্ত মস্তিষ্কে রক্তজমাট বাঁধা রোগীর অস্ত্রোপচার হয়নি।
বিভাগটির প্রধান অধ্যাপক মাহবুব হাসান মেহেদী বলেন, "একজন এনেসথিয়েটিস্টের অভাবে রোগীকে সম্পূর্ণ অচেতন করা যেত না বলে এতোদিন এ জটিল রোগের অস্ত্রপচার করা সম্ভব হয়নি।"
"এ মাস থেকে আমরা একজন এনেসথিয়েটিস্ট পেয়েছি। তাই রোগীকে অচেতন করে বিভিন্ন জটিল অপারেশন করা যাচ্ছে। তবে মস্তিষ্কে রক্ত জমাটের ক্ষেত্রে এটিই মিটফোর্ড হাসপাতালে প্রথম।"
রোগী সাত্তারের স্ত্রী আমেনা বেগম বলেন, "২১ অক্টোবর জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের লাঠির আঘাতে মাথায় আঘাত পেয়েছিলো সাত্তার।"
অধ্যাপক মাহবুব বলেন, "ওই আঘাতের ফলে সাত্তারের মস্তিষ্কে রক্ত জমা বেঁধে ডান হাত ও ডান পায়ে নিস্তেজ হয়ে যায়।"
এই অস্ত্রোপচার অন্য হাসপাতালে করতে দেড় থেকে দুই লাখ টাকা লাগে জানিয়ে তিনি বলেন, "সরকারি হাসপাতালে কিছু ওষুধ কেনা ছাড়া আর কোনো টাকা-পয়সা লাগে না।"
এখন থেকে নিয়মিত এ অস্ত্রপচার করা হবে বলেও তিনি জানান।
দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে ছিলেন ওই বিভাগের রেজিস্ট্রার মোখলেছুর রহমান মুকুল, চিকিৎসক মোস্তফা কামাল, চিকিৎসক আশরাফুননেছা ও এনেসথিয়েটিস্ট ওবাইদুল্লাহ।
হাসপাতাল উপ-পরিচালক আবুল হাসেম খান বলেন, "আমরা দিন দিন চেষ্টা করছি সব ধরনের জটিল অস্ত্রোপচার এ হাসপাতালে করতে। এতে গরির রোগীদের ভীষণ উপকার হবে।"