রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ১৩ অক্টোবর কথা হয়ে আমার। আমি তাকে বলেছি, এটাস আমাদের দরকার।"
"তিনি যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছেন", যোগ করেন দীপু মনি।
দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিলেও কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ তুলে এই অর্থায়ন স্থগিত করে দেয়।
কথিত সেই দুর্নীতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বদলি করা হয় সেতু বিভাগের সচিবকে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার মতো কিছু এখনো ঘটেনি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য।