SPORTS JOBS 7WONDERS

Ads by Cash-71

বিশ্বব্যাংক আশ্বাস দিয়েছে: দীপু মনি

Posted by methun

বিশ্বব্যাংক যতো দ্রুত সম্ভব পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ১৩ অক্টোবর কথা হয়ে আমার। আমি তাকে বলেছি, এটাস আমাদের দরকার।"

"তিনি যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নিয়ে অচলাবস্থা নিরসনের আশ্বাস দিয়েছেন", যোগ করেন দীপু মনি।

দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর জন্য বিশ্বব্যাংক ১২০ কোটি ডলার ঋণের প্রতিশ্র"তি দিলেও কিছুদিন আগে দুর্নীতির অভিযোগ তুলে এই অর্থায়ন স্থগিত করে দেয়।

কথিত সেই দুর্নীতি নিয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও অভিযোগের আঙুল ওঠে। বদলি করা হয় সেতু বিভাগের সচিবকে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নিয়ে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার মতো কিছু এখনো ঘটেনি।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। বিশ্বব্যাংক ছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে এ সেতু নির্মাণের জন্য।

রাসায়নিক কারখানার গ্যাসে অসুস্থ ৪০

Posted by methun

ঢাকার কেরানীগঞ্জে একটি রাসায়নিক কারখানার ক্লোরিন গ্যাস নিঃসরণে ফায়ার ব্রিগেডের ১২ কর্মীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, হাসনাবাদ এলাকায় গ্লোবাল হেভি কেমিকেল কোম্পানি লিমিটেড নামের ওই কারখানার ক্লোরিন ইউনিটের পাইপ সকাল ৯টার দিকে ছিদ্র হয়ে যায়। আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমীন  বলেন, খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ছিদ্র বন্ধ করার কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা ছিদ্র বন্ধ করতে সক্ষম হন।

অসুস্থ ৪০ জনের মধ্যে ফায়ার ব্রিগেডের ১২ কর্মী রয়েছেন বলে জানান তিনি।

ওসি সাখাওয়াত হোসেন বলেন, অসুস্থদের স্যার সলিমুল্লাহ মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার মালিকের নাম সবুর খান বলে এই পুলিশ কর্মকতা জানান।

এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও সবুর খানকে পাওয়া যায়নি।

ঘুষ দাবি: চট্টগ্রামে তিন পুলিশের বিরুদ্ধে মামলা

Posted by methun

ঘুষ দাবি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য এবং এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ডবলমুরিং থানাধীন সুপারিওয়ালা পাড়ার বাসিন্দা বজল আহমদ সওদাগর রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে এ মামলা করেন।

ডবলমুরিং থানার ওসি রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) ওসমান ও হারুন এবং নুরুল আমিন নামের এক ব্যবসায়ীকে আসামি করেছেন তিনি।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওসির দাবি দাবি অনুযায়ী, ১৫ লাখ টাকা ঘুষ না দেওয়ায় নুরুল আমিনের লোকজনের সহায়তায় ওই পুলিশ সদস্যরা গত ২৭ সেপ্টেম্বর বজল আহমদ সওদাগরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করেন।"

রেজাউল করিম জানান, দণ্ডবিধির ১৬১/১০৯ এবং দুর্নীতি দমন আইনের ১৪৭ এর ৫(২) ধারায় মামলাটি গ্রহণ করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনকে (দুদককে) এ ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, নুরুল আমিন একাধিকবার বজল আহমদকে উচ্ছেদের হুমকি দিলে বাদী গত ১৪ সেপ্টেম্বর ডবলমরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ওসি রফিকুল গত ১৮ সেপ্টেম্বর বজল আহমদকে থানায় ডেকে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।

টাকা দিতে রাজি না হওয়ায় গত ২৭ সেপ্টেম্বর ওসি, দুই এসআই ও নুরুল আমিনের লোকজন বজল আহমদকে জোর করে তার সুপারিওয়ালা পাড়ার দোকান ও গুদাম থেকে উচ্ছেদ করে।

এ সময় দোকান ও গুদামে এক কোটি এক লাখ ৪০ হাজার টাকার মালামাল ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

শিরশ্ছেদ: সরকারের চেষ্টার কথা জানালেন মিজারুল

Posted by methun

পররাষ্ট্র সচিব বলেছেন, সৌদি আরবে শিরশ্ছেদ হওয়া আট বাংলাদেশিকে তিন ধাপে সহায়তার চেষ্টা করেছিল সরকার।

সচিব মোহাম্মদ মিজারুল কায়েস শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "যখন বিচার চলছিল তখন আমরা তাদের সহায়তা দিয়েছি। পরে যাকে হত্যার কারণে এ বিচার হচ্ছিল তার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি 'ব্লাড মানি' দেওয়ার জন্য।"

এক মিশরীয়কে হত্যার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল হাকাম প্যালেসের কাছে গত ৭ অক্টোবর আট বাংলাদেশির শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মিশরীয়কে হত্যার ঘটনা ঘটে ২০০৭ সালের এপ্রিলে।

বাংলাদেশিদের ক্ষমা করতে সৌদি বাদশাহকে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি চিঠি লিখেছিলেন বলেও জানান পররাষ্ট্র সচিব। তবে এক্ষেত্রে তিনি নিরুপায় বলে রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন।

মিজারুল কায়েস বলেন, "বাংলাদেশসহ অনেক দেশে মৃত্যুদণ্ড বৈধ শাস্তি এবং আইনের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত।"

"সৌদি কর্তৃপক্ষ কোনো বাংলাদেশিকে খুন করেনি। বরং দুর্ভাগ্যজনক বিষয় হলো বাংলাদেশিরা অন্য আরেক দেশের নাগরিককে সৌদি আরবে হত্যা করেছে।"

মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সম্পর্কে মিজারুল কায়েস বলেন, "একেক দেশ একেকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে।"

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমরা মৃত্যুদণ্ড কার্যকর করি ফাঁসিতে ঝুলিয়ে। কিছু কিছু দেশ করে বিষাক্ত ইনজেকশন বা ইলেক্ট্রিক চেয়ারের মাধ্যমে।"

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে যে আট বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয় তারা হলেন- মামুন আব্দুল মান্নান, ফারুক জামাল, সুমন মিয়া, মোহাম্মদ সুমন, শফিক আল-ইসলাম, মাসুদ শামসুল হক, আবু আল-হোসেন আহমেদ ও মতিউর আল-রহমান।

মিশরীয়কে হত্যার ওই ঘটনায় আরো তিন বাংলাদেশির কারাদণ্ড হয়।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ শিরশ্ছেদের নিন্দা জানিয়েছে

সপ্তাহের প্রথম দিনেই সূচকে ব্যাপক পতন

Posted by methun

গত দুই সপ্তাহের ধারাবাহিকতায় 'ব্যাপক' দরপতন দিয়ে সপ্তাহ শুরু করলো দেশের দুই পুঁজিবাজার।

এদিকে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা বাজার স্থিতিশীল করার দাবিতে রোববার আমরণ অনশন শুরু করেছে। তাদের কর্মসূচিতে উপস্থিত হয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৮১ দশমিক ৩১ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ৩৮৭ পয়েন্ট। এদিন লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০৬ কোটি ৩৫ লাখ টাকা কম।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ২৬৫ দশমিক ৭৪ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৬৮৯ দশমিক ৯০ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম কমেছে ২৫০টির, বেড়েছে ১১টির। দাম অপরিবর্তিত ছিল ২টির।

গত সপ্তাহেও ব্যাপক দরপতন হয় ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৯৪ পয়েন্ট। এরপর সোমবার ১৫ ও মঙ্গলবার ২২৬ পয়েন্ট কমে যায় সূচক।

গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট।

রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, এম আই সিমেন্ট, ইউসিবিএল, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, ওয়ান ব্যাংক, সিএসসি কামাল ও আফতাব অটো।

বিনিয়োগকারীদের অনশনে রাজনীতিবিদরা

Posted by methun

পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আমরণ অনশন শুরু করা ব্যক্তি শ্র্রেণীর বিনিয়োগকারীদের কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিভিন্ন দলের রাজনীতিবিদরা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আশ্বাস দিয়েছেন, তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মঈন খান এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন অনশনরত বিনিয়োগকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

রোববার সকালে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে ডিএসই ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই অনশন শুরু হয়। এতে অংশগ্রহণকারীদের অনেকের মাথায় কাফনের প্রতীক হিসাবে সাদা কাপড় বাঁধা দেখা যায়।

এক নারী বিনিয়োগকারীর হাতে প্ল্যাকার্ডে লেখা দেখা যায় 'আর কত? প্রতিবাদের ভাষা নাই।'

বিকেল ৩টায় লেনদেন শেষ হওয়ার আগে আগে বিনিয়োগকারীরা রাস্তার ওপর জড়ো হলে ডিএসইর সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে এরশাদ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে উপস্থিত হয়ে অনশনরত বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেন।

এর ১৫ মিনিট আগে সেখানে যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন। তিনি বিনিয়োগকারীদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

এরপর সেখানে যান বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মঈন খান ও জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)-এর সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

এরশাদ বলেন, "আপনারা অনশন ভাঙেন। আমি এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।"

শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এর আগে চন্দন বলেন, "আমরা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিনিয়োগকারীদের জন্য যা যা করা দরকার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাই করবে।"

রোববার লেনদেন শেষে ডিএসইর সাধারক সূচক প্রায় ১৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৭ পয়েন্ট হয়। লেনদেন শুরুর আড়াই ঘণ্টার মাথায় সূচক কমেছিল ১৪৬ পয়েন্ট।

ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার স্থিতিশীল করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করা উচিৎ। এছাড়া গত বুধবার এসইসির সঙ্গে এনবিআরের বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে সে ব্যাপারে অবিলম্বে আদেশ জারি করতে হবে। বাজারে তারল্য সংকট বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও উদ্যোগ নিতে হবে।"

গত সপ্তাহেও ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শুরু হয় ঢাকার পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৯৪ পয়েন্ট। এরপর সোমবার ১৫ ও মঙ্গলবার ২২৬ পয়েন্ট কমে যায় সূচক। গত দু সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমেছে ৩৪১ দশমিক ৮৪ পয়েন্ট।

অব্যাহত দরপতনে রাস্তায় নামে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা। দরপতন ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা।

দরপতন এবং আন্দোলন বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকারের শীর্ষ পর্যায়ও পুঁজিবাজার নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন বুধবার দিনভর বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের খায়রুল হোসেন জানান, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আয়কর রেয়াত পাওয়া যাবে এবং ব্রোকারেজ কমিশনের উৎসে আয়কর কমানো হচ্ছে।

এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর কমানোর বিষয়টি এনবিআর বিবেচনা করছে বলে জানান তিনি।

ওইদিন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করে পুঁজিবাজারে তারল্য সংকট কমানোর প্রস্তাব দেয় এসইসি।

'Grameen Bank an internal affair'

Posted by methun

Two days after the US expressed concern over the recent events surrounding the microcredit lender, the foreign secretary has suggested that Grameen Bank issue is Bangladesh's internal matter.

He was responding to a question about the recent meeting between foreign minister Dipu Moni and US secretary of state Hillary Clinton where secretary Clinton expressed her concern over Grameen Bank issue.

Mohamed Mijarul Quayes said with a tinge of sarcasm on Saturday "I know all of you journalists love me and are concerned about my weight. But what I will do with my weight is entirely my concern."

In the meeting in Washington on Wednesday, Clinton had directly expressed the US concern over Grameen Bank to Dipu Moni.

In her official remark, she said, "We have expressed directly to the (Bangladesh) government our concern."

Clinton, however, hoped that the Grameen Bank will be able to continue to function productively on behalf of the Bangladeshi people.

A personal friend of Clinton family, Nobel laureate Mohammad Yunus had to resign as the bank's managing director, apparently under government pressure, following his sacking by the central bank.

Assistant secretary of state Robert O Blake at a press briefing earlier this year said the Bangladesh-US relationship would be hampered if the Grameen Bank row was not settled amicably.

TEESTA DEAL

The agreement on equitable sharing of the waters of the river Teesta will be signed 'soon' but the foreign secretary said but added that no timeframe was set.

"We hope to sign the deal soon," said Quayes at a media briefing at the ministry Saturday.

At a news conference on the visit of Indian prime minister Manmohan Singh on Sept 8, he said quoting prime minister Sheikh Hasina that the agreement would signed within three months.

"Negotiations and principles of Teesta river agreement have reached a certain stage and now we have to operationalise it," he clarified on Saturday.

When asked why the Indian side were asking for data and statistics, he said there would be two agreements – one interim and another long-term.

"It is happening in parallel."

MYNAMAR NATIONALS

The secretary said Myanmar has expressed its interest to take back all its nationals living in Bangladesh as refugee and undocumented.

""We had a consultation at a foreign secretary-level meeting and agreed that Myanmar nationals will be repatriated."

"The government has taken soft stance as Bangladesh wants to repatriate all the foreign nationals but not by force," Qauyes explained.

There are 28,000 Myanmar refugees living in Bangladesh camps and about 200,000 to 500,000 undocumented nationals also staying here, he said.

Prime minister Hasina will visit Myanmar soon and this issue will be discussed there.

The recently held election in Myanmar has created a window of opportunity to send back the illegal Myanmar migrants, Quayes said.

FOC WITH CHINA

Foreign office consultation (FOC) meeting at the secretary level will begin from Oct 17 and the secretary is leaving On Saturday to attend the meeting.

"We are going to discuss if there is any problem in implementing the decisions taken by both the governments," he said, "Neither any new decision will be taken nor any agreement will be signed in the meeting."

"It is more of a shepherding meeting."

KOSOVO ISSUE

The government is considering to recognise Kosovo but any decision is yet to be taken, according to the foreign secretary.

"This is an ongoing discussion."

RECOGNITION OF NTC

The government recognised National Transition Council as the interim government of Libya after the UN did so, the foreign secretary said.

"So far we know 5,000 Bangladeshis are still in Libya and all of them are safe."

DSE market cap fell Tk 584.3bn last week

Posted by methun

The Dhaka Stock Exchange (DSE) closed last week on an upbeat note, even though it had started the week with a dip.

After 5 days (Oct 9 to Oct 13) of transaction, the DSE general index lost 159.44 points and closed at 5568.36 points on the last trading day of the week.

The country's premier bourse has lost 341.84 points on its general index in the last two weeks.

On Sunday, the general index lost 149 points. Again, on Monday it lost 15 and on Tuesday it lost 226 points.

Following continuous fall, retail investors protested in front of the DSE office in Motijheel, asking for the finance minister's resignation.

The market regulator, Securities and Exchanges Commission, held talks with various stakeholders on Wednesday following the demonstrations by investors.

On Wednesday, within 25 minutes of trading, DSE index lost 154 points and stood at 5139 points, which was same as two years back.

However, after an announcement from SEC, the market turned around. At the end of the day, the index gained more 66 points and on the last day of the week, it added another 209 points.

Market capitalisation of the DSE decreased by Tk 584.3 billion compared to the preceding week. But the total transaction of the market was 19.77 percent higher than the previous one.

Of the traded companies, shares of 223 decreased, 31 companies gained and 12 remained unchanged.

Lafarge Shurma, Beximco Limited, Grameenphone, Beximco Farma, Titas gas, National Bank, Summit Power, M I Cement, United Commercial Bank and Jamuna Mobil topped of the list of gainers.

'Mental health base needed from childhood'

Posted by methun

Prime minister Sheikh Hasina has said the foundation of sound mental health will have to be built in childhood to enhance confidence of the children.

She emphasised strengthening family bond to prevent psychic problems, which she said will ensure fearless environment and uninterrupted peace in the family as well as in society.

Hasina was speaking at the inauguration of the three-day 6th International Conference on Psychiatry and World Mental Health Day at Bangabandhu International Conference Center on Sunday.

The prime minister said creating congenial family atmosphere is necessary for the children so that they can share their health and mental problems with their parents.

Hasina added that her government has resolved bound to ensure overall healthcare facilities including mental healthcare for the people.

The government took the initiative to formulate Mental Health Act to ensure treatments for the psychological patients, she said.

The number of psychiatrists at the National Mental Institute, Pabna Mental Hospital, Bangabandhu Sheikh Mujib Medical University and other medical college hospitals has been increased, she added.

Hasina urged the media to be more active in the fight against superstitions about mental health and wrong treatments of mental health problems.

President of Bangladesh Association of Psychiatrists Mohammad Golam Rabbani presided over the function.

A total of 79 psychiatrists from abroad, including India, Myanmar, South Korea, Nepal, Japan, and Pakistan, are attending the conference.

Health minister A F M Ruhal Haque, health advisor to the prime minister Syed Modasser Ali and state minister for health Mujibur Rahman Fakir, among others, spoke at the function.

EC asks for army for NCC polls

Posted by methun

The Election Commission (EC) has sought four companies of army from the Armed Forces Division for deployment for the Narayanganj City Corporation polls.

The EC Secretariat sent a letter to the principal staff officer of the Armed Forces Division on Sunday, election commissioner Sakhawat Hossain told